/anm-bengali/media/media_files/2025/06/02/HtQp7LGz6bV7UX0dHPA5.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যাপক ভিড় লেগে রয়েছে। ট্রেন থেকে বাস সবেতেই ভিড়। এমন পরিস্থিতিতে দিঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারলেন না বহু যাত্রী। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভে সামিল হলেন যাত্রীরা।
সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার স্টেশনে রেল যাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশও। উল্লেখ্য, পাঁশকুড়া-দিঘা রেলপথে দিঘা যাওয়া এবং আসার জন্য ট্রেনের সংখ্যা খুবই কম। দুটি এক্সপ্রেস ট্রেন থাকলেও তা প্রতিনিয়ত দেরিতে চলে। ফলে লোকাল ট্রেনগুলিই ভরসা সাধারণ যাত্রীদের। আর তাতেও প্রত্যেকদিন বাদুড় ঝোলা ভিড়। সোমবার নন্দকুমার স্টেশন থেকে দিঘা যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন কয়েকশো যাত্রী। এদিকে পাঁশকুড়া থেকেই ট্রেন ভর্তি হয়ে আসায় নন্দকুমার স্টেশনে ট্রেনে উঠতেই পারলেন না বহু যাত্রী। এতে সমস্যায় পড়েন তাঁরা। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গত কয়েকদিন আগে একইভাবে লবণ সত্যাগ্রহ স্মারক রেলস্টেশনেও টিকিট কেটে ভিড় ট্রেনে উঠতে পারেননি বহু যাত্রী। সেদিনও বিক্ষোভে সামিল হন তারা। বর্তমানে বাড়তি ট্রেন চালানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।
নন্দকুমার রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, "ট্রেন ভিড় থাকায় ওঁরা উঠতে পারেননি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us