/anm-bengali/media/media_files/2025/04/29/5O6aet5rIVrHGwU0Mv1P.jpeg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর লোকাল থানার সাঁকোয়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি যাত্রীবাহী বাস। রাস্তার উপর উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় আহত হয় অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গপুর লোকাল থানার পুলিশ। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায় যে ঘটনার জেরে কিছু সময়ের জন্য বন্ধ ছিল যান চলাচল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন কুন্ডু নামে এক ব্যক্তি এক্সেল সুপার বাইক নিয়ে ওয়ান ওয়ে রাস্তার এক ধার থেকে অন্য ধারে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সম্মুখে পড়ে। বাসটি খড়গপুরের দিক থেকে মকরামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই বাইক এসে পড়ায় বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সজোরে ব্রেক কষে বাসটি উল্টে যায় রাস্তার উপর।