/anm-bengali/media/media_files/2025/05/29/SVG37uMXG01x4EtPm9UQ.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আশঙ্কাজনক অবস্থা প্রাইভেট কারে থাকা ৩ যাত্রীর। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনার খেজুরডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা থেকে ঘাটালগামী যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটিও। প্রাইভেট কারে থাকা চালকসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে। দুর্ঘটনার জেরে রাজ্যসড়কে দেখা দেয় যানজট যা পুলিশ পরে স্বাভাবিক করে। দুর্যোগপুর্ণ আবহাওয়া রয়েছে। তবে কি এই কারণে এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us