নিজস্ব সংবাদদাতা: হলদিয়ার TATA কারখানার গেটে শ্রমিকদের চরম অশান্তি। শিল্প শহর হলদিয়ায় আবারও উত্তেজনা। ইউনিয়নের পার্টি অফিস তৈরি করাকে নিয়ে বচসা। বিজেপি সমর্থিত বিএমএস ইউনিয়ন শ্রমিকদের হেনস্তার অভিযোগ।
হলদিয়ার টাটা পাওয়ার কারখানায় তৃণমূলের আইএনটিটিইউসি অফিস রয়েছে। সেখানে বিজেপির সমর্থিত পার্টি অফিস তৈরি করাকে নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। কারখানার গেটের সামনে বিজেপির পার্টি অফিস তৈরি করার জন্য মজুদ করা হয়েছিল বাঁশ কাঠ।
/anm-bengali/media/media_files/CkPK1stUsQH1v5yNyD9a.jpg)
শাসক দলের ইউনিয়ন কর্মীদের বাধার মুখে পড়ে বিজেপি কর্মীরা। বিজেপির BMS ইউনিয়নের অন্যতম চন্দন মাঝি বলেন, “শাসক দলের পার্টি অফিস থেকে দূরে আমরা এক জায়গায় পার্টি অফিস করতে যাচ্ছিলাম। তৃণমূলের গুন্ডা বাহিনী সেই কাজে বাধা দেয়। পার্টি অফিস করার অনুমতি পেয়েও আমরা করতে পারলাম না”।
বিশাল গন্ডগোল তৈরি হওয়া দেখে ঘটনাস্থলে পুলিশ আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ পার্টি অফিস তৈরি করতে নিষেধ করে। কিন্তু ইউনিয়নের দুই পক্ষের বিবাদের ফলে বন্ধ হয়ে যায় কাজ। এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।