মুখ্যমন্ত্রীর কড়া বার্তাকে অমান্য! সরকারি জমিতে দিনে দুপুরে চলছে পার্কিং জোন

নজরে আসছে না নাকি কর্তৃপক্ষের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-04 at 4.21.30 PM

হরি ঘোষ, দুর্গাপুর: নবান্নর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ছিল সরকারি জমি দখল করা যাবে না। কিন্তু সত্যি কি শোনা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা? দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্যি চলছে পার্কিং জোন। ১০ ও ২০ টাকার সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে চলছে এই ব্যবসা। 

যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের কোষাগারকে শক্তপোক্ত করতে চাইছেন যাতে করে রাজ্যের প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ পান, তখন কিভাবে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সরকারি জমিতে দিনে দুপুরে বুক ফুলিয়ে কুপন ছাপিয়ে চলছে পার্কিং জোন? আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সাফ জানিয়ে দিলেন পর্ষদের অনুমতি ছাড়া ঐ পার্কিং জোন চলছে। আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন পর্ষদের চেয়ারম্যান। মাস কয়েক আগে দুর্গাপুরের সিটি সেন্টার ছাড়াও বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পার্কিং লিজের মেয়াদ পেড়িয়ে যাওয়ার পরও দিব্যি সেই পার্কিং জোন চলছিল কুপন ছাপিয়ে। খবর সামনে আসতেই আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আইনি ব্যবস্থা নেয় ও ঐ পার্কিং জোনগুলোকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে সেই পার্কিং জোন।

kobi