‘তেলেঙ্গানা রাইজিং’ থিমে গণেশ মূর্তি, মুখ্যমন্ত্রীর ছায়ায় উন্নয়নের বার্তা
ভারত-ভুটান সহযোগিতার মাইলফলক: পূর্ণাঙ্গ হলো পুনাতসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্প
ভারতের লক্ষ্য শীর্ষ পাঁচে, মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫’
“ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে বিজেপি”- যে কেউ না, বললেন লোকসভার অন্যতম প্রধান নেতা- চরম শোরগোল
মিনেয়াপলিসের ক্যাথলিক স্কুলে ভয়াবহ গোলাগুলি ! আহত ৫ শিশু
আরএসএস শতবর্ষ অনুষ্ঠানে বিজেপি সাংসদ কমলজিত সেহরাওয়াতের বক্তব্য
ভোট চুরি করে যেতে বিজেপি ! ফের বেলাগাম রাহুল গান্ধী
মুড়ি মুড়কির মতো অনুপ্রবেশকারীদের পুশব্যাক,‘শ্যুট অ্যাট সাইট’ নিয়ে অনড় ! বড় খেলা খেলছেন হিমন্ত বিশ্ব শর্মা
SIR নিয়ে কি দাবি করলেন রাহুল?

পঠন পাঠন শিকেয় উঠেছে, মিলছে না পুষ্টিকর খাবারও, বিক্ষোভে অভিভাবকরা

গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত  B1 প্রাইমারি স্কুল চত্বরে।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পঠন পাঠন শিকেই উঠেছে, মিড ডে মিলের খাবার নিম্নমানের, এমনকি স্কুল চৌহোদ্দির মধ্যে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ বাড়ছে। বারবার এই অভিযোগগুলি জানানোর পরও কাজ না হওয়াতে এবার স্কুলের গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করলো অভিবাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুক্রবার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত  এম. এ. এম. সি টাউনশিপের বি ১ প্রাইমারি স্কুলের সামনে। এইদিকে স্কুল কর্তৃপক্ষ গেটে তালা মেরে দেওয়াতে উত্তেজিত হয়ে পড়ে অভিবাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। শিক্ষিকারা এরপর আন্দোলনকারীদের বোঝাতে এলেও কোনো কথা শুনতে রাজী হয়নি আন্দোলনকারীরা। এর সাথে শুরু হয় কর্তৃপক্ষর সাথে আন্দোলনকারীদের বচসা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। শান্ত করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কেন এই উদাসীনতা এই নিয়ে সরব হন আন্দোলোনকারীরা। রীতিমতো স্কুলের গেট ধাক্কা মেরে আন্দোলনে সামিল হন অভিবাবক ও স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ যে, শিক্ষক শিক্ষিকারা ক্লাস কামাই করেন। এমনকি পুষ্টিকর খাদ্য মিলছে না কেন ? আর কেনই বা অসামাজিক কাজকর্ম বাড়লেও পুলিশ আর স্কুল কর্তৃপক্ষ কেন উদাসীন ?অবিলম্বে স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সরব হন আন্দোলনকারীরা।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে স্কুলের বিরুদ্ধে বাকি যে অভিযোগগুলো উঠেছে তা ভিত্তিহীন বলে পাল্টা ভিত্তিহীন বলে দাবি স্কুলের অন্যান্য শিক্ষিকারা। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত  B1 প্রাইমারি স্কুল চত্বরে। পরে যদিও পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি। 

স

স

cityaddnew

Add 1