২০১৬ সালে চাকরি গেল, SSC পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই হল মৃত্যু!

অবসাদে ভুগছিলেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হল পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের। পরিবারের দাবি ২০১৬ সালে চাকরি চলে যায়। তখন থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সংসার চালাতে টিউশন শুরু করেন। পাশাপাশি নিচ্ছিলেন রাত জেগে SSC পরীক্ষার জন্য প্রস্তুতি। হঠাৎ করেই গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মেচগ্ৰামে ও পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি চাকরি চলে যাওয়ায় মানসিক চাপ সহ্য করতে না পেরেই তার মৃত্যু হয়েছে।

WhatsApp Image 2025-09-14 at 7.38.28 PM