পৌরসভার উদ্যোগে সাইকেল পেল বহু ছাত্র-ছাত্রী

পাঁশকুড়া (Panskura) পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার কিষাণ মান্ডিতে পাঁশকুড়া পৌর এলাকার  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির নবম দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হল।

author-image
SWETA MITRA
New Update
panskura tmc.jpg

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়াঃ পাঁশকুড়া (Panskura) পৌরসভার উদ্যোগে আজ মঙ্গলবার কিষাণ মান্ডিতে পাঁশকুড়া পৌর এলাকার  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির নবম দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হল। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র সহ অনান্যরা।।