নিজস্ব সংবাদদাতা : প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর একটি হাসপাতালে বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ অক্টোবর, ২০২৪-এ বারাণসী সফরে গিয়ে থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেরিব্রাল অ্যাটাকের লক্ষণ দেখা দিলে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তাঁর মৃত্যুতে রাজ্য পুলিশের পাশাপাশি গোটা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এক বিরাট শূন্যতা সৃষ্টি হল।
পঙ্কজ দত্ত একাধিকবার রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। বিশেষত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ওই ঘটনার পর, তিনি অভিযোগ করেছিলেন, "আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।" এই মন্তব্যের পর মামলাটি কলকাতা হাইকোর্টে গড়ায়, তবে হাইকোর্টের প্রধান বিচারপতি রক্ষকবচ দিতে অস্বীকার করেন।
এদিকে, পঙ্কজ দত্ত বারাণসীতে অসুস্থ হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "পঙ্কজ দত্তের অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঙ্কজ দত্ত বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন এবং পুলিশের তদন্তের গাফিলতি নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন।" শুভেন্দু আরও অভিযোগ করেন যে, পঙ্কজ দত্ত কলকাতা পুলিশের সমালোচনা করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা হেনস্থা করেছেন। বড়তলা থানায় ডেকে দিনভর মানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলস্বরূপ পঙ্কজ দত্তের শারীরিক অবস্থার অবনতি ঘটে।