স্কুলে পিস্তল নিয়ে চাঞ্চল্য, শিক্ষককে লক্ষ্য করে তাণ্ডব চালাল ছাত্র

ভয়ে কেঁপে ওঠে সকলে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-19 at 1.47.41 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে সোমবার দুপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দশম শ্রেণির ছাত্র নীলাঞ্জন দোলাই ইতিহাস ক্লাসে শিক্ষকের হাতে চড় খাওয়ার পর রাগে ফেটে পড়ে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে স্কুলে তাণ্ডব চালায়। দ্বিতীয় পিরিয়ডে ইতিহাস ক্লাস চলাকালীন শিক্ষক পরিমল আট্ট ছাত্রদের শৃঙ্খলায় ফেরানোর চেষ্টা করলে, বারবার দুষ্টুমি করতে থাকায় নীলাঞ্জনকে তিনি একটি চড় মারেন। এরপর ক্ষুব্ধ ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানালেও গুরুত্ব দেওয়া হয়নি। এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রথমে স্কুল ছেড়ে বেরিয়ে যায় সে। প্রায় আধঘণ্টা পর নাকি টিফিন পিরিয়ডে একটি লোডেড ৯ এমএম পিস্তল, ছুরি এবং পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে ফের স্কুলে ঢোকে। চোখের সামনে ইতিহাস শিক্ষককে দেখে সিনেমার ভিলেনের মতো দাপাদাপি শুরু করে নীলাঞ্জন। সহপাঠীদের বাধা পেয়ে সে শিক্ষককে লক্ষ্য করে স্কুল থেকে দেড় মিনিট দূরত্বে তার ভাড়া বাড়ির দিকে ছুটে যায়। তখন বাড়ির ভেতরে ছিলেন শিক্ষকের স্ত্রী ও তৃতীয় শ্রেণির কন্যা। ঠিক সেই সময় স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা গিয়ে নীলাঞ্জনকে ধরে ফেলে।

প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাইয়ের বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো অভিযোগ রয়েছে। ঘটনার পর ইতিহাস শিক্ষক পরিমল আট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ছাত্রকে আটক করে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

WhatsApp Image 2025-08-19 at 2.10.08 PM