/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-15-24-49.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর কোলিয়ারির সার্বজনীন দুর্গাপুজো খনি অঞ্চলের এক নম্বর শিরোপা নিতে তৎপর। এবারের পূজো মণ্ডপ তৈরি হচ্ছে দীঘার জগন্নাথধামের আদলে। খনি এলাকায় ১২৫ ফুট উঁচু মণ্ডপ তৈরি করে রেকর্ড করতে চলেছে মাধাইপুর কোলিয়ারির সার্বজনীন দুর্গাপূজা কমিটি।
পুজো কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান যে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও পুজোয় থাকছে নানান চমক। প্রায় ১২ লক্ষ টাকা বাজেটে হচ্ছে এবারের পুজো। পুজোর চারদিন থাকছে নানান সংস্কৃতিক অনুষ্ঠান। পুজো ঘিরে এলাকায় বসে মেলা। কাঞ্চন বাবু জানান যে এবারে তাদের পুজো ৩৮ বছরে পা দিল। পূজা মণ্ডপটির উদ্বোধন করবেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এলাকায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের জমায়েত হয়। কোলিয়ারীর এই পুজো উপলক্ষ্যে এলাকায় যেমন বসে মেলা, তেমনই হাজার হাজার মানুষের ভিড় মানবমেলার রূপ নেয়। প্রায় ১ মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ। শিল্পীরা যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করছেন মণ্ডপ। পুজো কমিটির আশা এবারের এই মণ্ডপ দেখতে আরো বেশি সংখ্যক মানুষ ভিড় করবেন। খনি অঞ্চলের বিগ বাজেটের এই পুজোয় নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে তৎপর থাকে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। পাশাপাশি এলাকার তৃণমূল কর্মী-সমর্থক ও নেতা স্থানীয় ব্যক্তিরা পুজোর সমস্ত কর্মকাণ্ড সুনিশ্চিত করতে তৎপর থাকেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/11/whatsapp-image-2025-09-11-2025-09-11-15-25-10.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us