New Update
/anm-bengali/media/media_files/fsm47nzppTxFqu88LhAX.jpg)
File photo
নিজস্ব সংবাদদাতাঃ মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের লাভপুরে। বিজেপি কর্মীর হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ। বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে, কেন্দ্রের অদূরেই তাঁদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। বিজেপির অভিযোগ, শনিবার সকালে তাঁরা লাভপুর ব্লক অফিসের মনোনয়ন জমা দিতে গেলে লাভপুর পেট্রোল পাম্পের কাছে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি সোঁটা, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত। এক জনের হাতে গুরুতর চোট লাগে। তাঁর হাত ভেঙে গিয়েছে বলে খবর।
এই ঘটনা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি তথা লাভপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা। তাঁর দাবি, সবটাই সাজানো, মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us