গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির! মেয়েদের সমস্যারও সমাধান

আর কি কি প্রতিশ্রুতি দিলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-02 at 5.03.46 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কপ্তিভোল গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের কপ্তিভোল গ্রামে পানীয় জলের সমস্যা ছিল। গ্রামবাসীরা রাঙ্গিয়াম খাল থেকে জল এনে ব্যবহার করতেন। তাই বিষয়টি জানার পর বুধবার ওই এলাকায় পরিদর্শনে যান নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা ও পঞ্চায়েত সমিতির পূর্ত্ত দপ্তরের কর্মাধ্যক্ষ রমেশ রাউৎসহ আরো অনেকে। এদিন তারা ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে তাদের অভাব অভিযোগ শোনেন এবং জলের সমস্যার সমাধান করার আশ্বাস দেন। 

নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা বলেন, "কপ্তিভোল গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে বলে বিষয়টি জানার পর ওই গ্রামে গিয়ে পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হয়"। ওই গ্রামে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য দ্রুত একটি সাবমার্সিবল বসানো হবে বলে তিনি গ্রামবাসীদের আশ্বাস দেন। সেই সঙ্গে ওই এলাকার রাস্তার সমস্যা রয়েছে। এই রাস্তার সমস্যারও সমাধানের জন্য দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন যে গ্রামের মহিলাদের আর খাল থেকে জল আনতে যেতে হবে না। তাই নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরার কাছ থেকে পানীয় জল ও রাস্তার সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা।

WhatsApp Image 2025-04-02 at 5.03.47 PM