New Update
/anm-bengali/media/media_files/bIw82bK4ZAF85hey7LjA.png)
তৃণমূল নেতা মুকুল মুর্মু
নিজস্ব সংবাদদাতা: তৃণমূল (TMC) মানেই এখন জড়িয়ে গেছে দুনীতির নাম। তবে তার বিপরীত ছবি এবার দেখা গেলো বাংলাতেই। তিনি এমন তৃণমূল নেতা (TMC Leader) যিনি পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) পদে রয়েছেন আর তার পাশাপাশি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভাটপাড়ায় পঞ্চায়েতের প্রধান মুকুল মুর্মু এখন ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নাকি তাঁর আদর্শ। মাটির বাড়িতেই থাকেন এই নেতা। সাইকেলে চেপে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সমস্যার কথা সকালে শুনে কাজে যান। সেখান থেকে যান পঞ্চায়েত অফিসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us