/anm-bengali/media/media_files/2025/05/21/LDynyHlMpnJHS6GuI19w.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সিপিআইএমের দলীয় পতাকা কাঁধে নিয়ে সিপিআইএম কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী পালন করে। তাদের দাবি কেন্দ্র ও রাজ্যের যৌথ টালবাহানায় ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার জন্য তৃণমুল সরকারও দায়ী। বিগত ৩ বছর ধরে গরীব মানুষ ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত। কাজ হারিয়ে বিপাকে পড়েছে বসনছোড়া গ্রাম পঞ্চায়েত এলাকারও বহু গরীব মানুষ। অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে ও খেটে খাওয়া সাধারণ মানুষকে ১০০ দিনের কাজ দিতে হবে এমনই দাবি নিয়ে বসনছোড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে হাজির হয় চন্দ্রকোনা এরিয়া কমিটির সিপিআইএম নেতৃত্ব ও কর্মী-সমর্থক সহ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক ১০০ দিনের কাজ হারানো সাধারণ মানুষ।
সিপিআইএম নেতা সুস্মিত পাল বলেন, "কেন্দ্র ও রাজ্যের যৌথ টালবাহানায় ১০০ দিনের কাজ বন্ধ। আমরা সেই সমস্ত মানুষকে একত্রিত করে গ্রাম পঞ্চায়েত দফতরে ১০০ দিনের কাজের জন্য আবেদন করতে এসেছি। আমাদের পরিষ্কার দাবি সেই সমস্ত মানুষকে ১০০ দিনের কাজ দিতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত সদর্থক ভূমিকা না নেয় তাহলে আমরা আগামী দিনে উর্ধতন প্রশাসনিক দফতরে হাজির হব। প্রয়োজনে আইনি পথেও হাঁটব। ডেপুটেশন দিতে এসে প্রধানের দেখা মেলেনি ও দফতরের এক্সিকিউটিভ অফিসার দেখা করেননি। আমরা রাস্তায় ছিলাম। অফিসের দুয়ারে এসে হাজির হয়েছি। পরবর্তী সময়ে আমরা দফতর দখল করে বসে থাকব"।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us