New Update
/anm-bengali/media/media_files/2025/04/11/bMk87GABAysO3n5VtAPF.jpg)
নিজস্ব সংবাদদাতা: আরও একবার দ্বি-জাতি তত্ত্বের কথা বললেন পাক সেনাপ্রধান আসিম মুনির। দিনকয়েক আগেও এই কথাই বলেন তিনি। দ্বি- জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান ভাগ হয়েছিল, সেই কথা পাকিস্তানের সবার জানা উচিত বলেও মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরেই পহেলগামে জঙ্গি হামলা হয়। এ বার হামলার পরেও পাক মিলিটারি অ্যাকাডেমিতে একই কথা বললেন পাক সেনাপ্রধান।
/anm-bengali/media/media_files/2025/03/11/nshZMrxi0L5n4ByH94Bm.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us