চরম ক্ষতির মুখে ধানচাষ! একটানা ঝড়-বৃষ্টিতে মাথায় হাত চাষীদের

একটানা ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শস্যগোলা। বাংলায় একটি প্রবাদ রয়েছে, ''পাকা ধানে মই''। এখন যেন সেই অবস্থাই হয়েছে কৃষকদের। মাঠেই ঝরে গিয়েছে পাকা ধান। জমিতে দাঁড়িয়ে আছে জল।

author-image
Pallabi Sanyal
New Update
paddy

ধান চাষ



নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর : বিগত কয়েক বছর লোকসানের পর এই বছর বোরো  ধান চাষের  ফলন দেখে মুখে হাসি ফুটেছিল কৃষকদের মুখে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সহ জেলার বিভিন্ন এলাকার কৃষকরা ভেবেছিলেন এবার অন্তত লাভের মুখ দেখতে পাবেন তাঁরা। তবে একটানা ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শস্যগোলা। বাংলায় একটি প্রবাদ রয়েছে, ''পাকা ধানে মই''। এখন যেন সেই অবস্থাই হয়েছে কৃষকদের। মাঠেই ঝরে গিয়েছে পাকা ধান। জমিতে দাঁড়িয়ে আছে জল। এই অবস্থায় একদিকে ব্যাঙ্কের লোন ও মহাজনের ঋণ দুইয়ের জাঁতাকলে পড়েছেন কৃষকরা। ফলে কী করবেন, ভেবে পাচ্ছেন না এলাকার চাষিরা।

ad.jpg