খড়গপুরে ৩০ শতাংশ তেলুগু ভোটার! লোকসভাতে বড় ফ্যাক্টর

খড়গপুরের জন্য এখানকার তেলুগু ভোটারদের বিশেষ বার্তা দিলেন অভিনেতা পি সাই কুমার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
coverp

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুরে রয়েছে ৩০ শতাংশ তেলুগু ভোটার। আর এই ৩০ শতাংশ তেলুগু ভোটার লোকসভাতে বড় ফ্যাক্টর খড়গপুর বিধানসভার জন্য। এই তেলুগু ভোটাররাই ঠিক করে দেয় এই খড়গপুর বিধানসভাতে কে জিতবে। 

তেলুগু ভোটারদের কাছে পেতে এবার বিখ্যাত অভিনেতা পি সাই কুমার খড়গপুর শহরের রেলওয়ে এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকাতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে নিয়ে রোড শো করেন। 'খড়গপুর আমার দ্বিতীয় পরিবার। এখানে প্রচুর আত্মীয় রয়েছে আমার। তাই এই খড়গপুরে এসে বিজেপির হয়ে প্রচার করছি', বলেন পুডিপেড্ডি সাই কুমার। এছাড়াও তিনি এই রাজ্যের সম্পর্ক বলতে গিয়ে বলেন, 'ছোট থেকে দেখছি পশ্চিমবাংলাকে। আমি গ্রেট ফ্যান স্বামী বিবেকানন্দর। অভিনেতা হিসাবে আমি ব্যক্তিগতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নেতাজি সুভাষচন্দ্রকে আদর্শ হিসেবে মেনে চলি। এটাই হচ্ছে পশ্চিমবাংলার পাওয়ার। আমি মনে করি পশ্চিমবাংলায় এত মহাপুরুষ থাকা সত্বেও এই পশ্চিমবাংলায় নেই শিক্ষা, নেই স্বাস্থ্য পরিষেবা। এখন পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু করতে দেওয়া হল না পশ্চিমবাংলায়। চলে গেল টাটা। তাই আমি খড়গপুরবাসীকে অনুরোধ করছি এই দিদিভাইকে জিতিয়ে নিয়ে এলেই আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং তিনি এটা আদায় করে নিয়ে আসবেন এটা আমার বিশ্বাস'।

Add 1