মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষনের অভিযোগ নাচের টিমের মালিকের বিরুদ্ধেই!

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Rape

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ একটি অর্কেস্ট্রা টিমের মালিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

১ অগস্ট নন্দকুমার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, ঘটনার কথা কাউকে যাতে তিনি না বলেন সে জন্য তাঁকে হুমকিও দেওয়া হয়। যার জেরে ১০ জুলাই ঘটনা ঘটলেও প্রথমে ভয়ে ওই তরুণী কাউকে কিছু বলতে পারেননি। পরবর্তীতে ভয় কাটিয়ে পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই অ্য়াকশন নেয় পুলিশ। ৪ তারিখ গ্রেফতার করা হয় ওই অর্কেস্ট্রা টিমের মালিককে। আজ তাঁকে তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপনউতোর শুরু। বিজেপির অভিযোগ নন্দকুমারের ওই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি।  যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস বলছেন, "পুলিশ ঠিকভাবেই তদন্ত করছে। অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে"।

Screenshot 2025-08-05 191919