পাকিস্তানী পতাকা ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের বিরোধিতায় তরুণজ্যোতি
সীমান্তপারের লড়াই অব্যাহত থাকবে! অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে পাশে বসিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদী
ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা
ভারতে প্রবেশ করতে পারবে না পাকিস্তানের পতাকা! নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার
হাতে নয় ভাতে মারার পরিকল্পনা ভারতের! পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানির ওপর জারি নিষেধাজ্ঞা
সিন্ধু জলের পথ আটকে ভারত কিছু নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেবে পাকিস্তান, ফের হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিরাপত্তা বাহিনীর হাতে জঙ্গিদের ব্যবহার করা আল্ট্রা কমিউনিকেশন সিস্টেম! কীভাবে ব্যবহার করেছিল পহেলগাঁও হামলায়
মাধ্যমিকে স্বউজ্জ্বল সৌম্যদীপ, দেওয়া হল শুভেচ্ছা বার্তা
পার্ক থেকে উদ্ধার ঝুলন্ত কিশোরীর দেহ! শহর জুড়ে উত্তেজনা

ফের ব্যাহত ট্রেন চলাচল!

ফের ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদা দক্ষিণের ডাউন লাইনে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
11

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ অফিস ফিরতি সময়ে আচমকা ছিঁড়ে গেল ওভারহেডের তার। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। তাতেই দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখায়। জানা গিয়েছে, এদিন বিকাল ৫টা ১৫ মিনিট নাগাদ সোনারপুরে ওভারহেডের তার ছিঁড়ে যায়। তার জেরেই ডাউন লাইনে পুরোপুরি ট্রেন পরিষেবা থমকে যায়। স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল ট্রেন। ৬টা ৩৫ মিনিট পর্যন্ত ডাউন লাইনে তার জোড়া সম্ভব হয়নি। শেষে রেলের কর্মীরা গিয়ে মেরামতির কাজে হাত লাগান। 

এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "৫টার কিছু পরে সোনারপুর ও নরেন্দ্রপুরের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যায়। ফলে শিয়ালদা ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পরেই ৫টা ৪০ নাগাদ আমাদের কর্মীরা গিয়ে মেরামতির কাজ শুরু করেন। সাড়ে ৬টার পর ফের ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হয়। তবে আপ লাইনে কোনও সমস্যা হয়নি।"