New Update
/anm-bengali/media/media_files/0UYk7dlkYkEw0ioEusH5.jpeg)
নিজস্ব সংবাদদাতা, মালদা: আজ দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। মহালয়ার পুণ্যলগ্নে আজ বুধবার সকাল হতেই পিতৃ পক্ষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে বিভিন্ন ঘাটে। শহরের রামকৃষ্ণ মিশন ঘাটেও মহানন্দা নদীতে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
তর্পণ ঘিরে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে। এমনকি স্পিডবোটে চেপে সমস্ত বিষয় নজরদারি করেন খোদ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি।
/anm-bengali/media/media_files/BlYVrcRrHcmy2TkOPpJz.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us