অভিষেকের সামনে ওভার-অ্যাকটিং! ৫০ টাকা কাটা! সামনে ধর্না মঞ্চের ভিডিও

এবার অভিষেকের ধর্নাকে নিশানা করলেন অনুপম হাজরা। 

author-image
Aniket
New Update
asdsda

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলার মানুষের প্রাপ্যের দাবিতে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ধর্না মঞ্চের একটি ভিডিও সামনে এনে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। যেখানে দেখা যাচ্ছে, এক অসহায় পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন অনুপম হাজরা। এই ভিডিওকেই কটাক্ষ করে অনুপম হাজরা বলেছেন, "চোখের জল মুছিয়ে কপালে হামি দেওয়া এরকম একটা মানুষ জীবনে কে না চায়। কিন্তু পাশের কাকা'র অভিনয়টা একটু ইমপ্রুভ করতে হবে; ওভার-অ্যাকটিং'এর জন্য ৫০ টাকা কাটা উচিত"। অনুপম হাজরার পোস্টটি দেখতে ক্লিক করুন।  

hiring 2.jpeg