/anm-bengali/media/media_files/2025/05/24/VCWqELl0EWdVDguS8FNu.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সকাল হতেই দক্ষিণবঙ্গজুড়ে আকাশ কালো করে নেমেছে ঝোড়ো বৃষ্টি। ভোররাত থেকেই গর্জন-ঝমঝম বৃষ্টির দাপটে কার্যত ঘুম ভেঙেছে শহরবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত রীতিমতো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতাবাসীর কাছে।
তবে শুধু কলকাতা নয় অন্যান্য জেলাতেও রয়েছে এই দুর্যোগের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত। মঙ্গলবার ভোরে বৃষ্টির বেগ থাকবে সর্বাধিক। সারাদিনই এমন পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান অঞ্চলে।
উত্তরবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টির দাপট। যদিও এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us