এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

জমজমাট পুজো কার্নিভাল, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

আজ বর্ণাঢ্য শোভাযাত্রা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
f

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুরঃ শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভালের আয়োজন করা হল ব্যারাকপুরে।

জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশমারেটের অন্তর্গত ১৭টি পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে  ব্যারাকপুর স্টেশন এর সামনের দিয়ে চিরিয়া মোড় অতিক্রম করে সুসজ্জিত পুজোর শোভাযাত্রা শেষ করা হয়।

এই বিশেষ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া,দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক  সৌরভ বারিক, বিধানসভার মুখ্য সচেতন তারা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, ও অন্যান্য একাধিক পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

i