New Update
/anm-bengali/media/media_files/fKv2m8r1pw5CyzwYS9Wc.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুরঃ শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভালের আয়োজন করা হল ব্যারাকপুরে।
/anm-bengali/media/post_attachments/9bf5a982-d28.png)
জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশমারেটের অন্তর্গত ১৭টি পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ব্যারাকপুর স্টেশন এর সামনের দিয়ে চিরিয়া মোড় অতিক্রম করে সুসজ্জিত পুজোর শোভাযাত্রা শেষ করা হয়।
/anm-bengali/media/post_attachments/2d5f4e59-970.png)
এই বিশেষ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া,দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, বিধানসভার মুখ্য সচেতন তারা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, ও অন্যান্য একাধিক পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us