নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়। যেখানে কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা এবং আবাস যোজনার টাকা দেয়নি , আরজিকরের ঘটনা নিয়ে অপপ্রচার চালাছে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হবে জামনায়।
/anm-bengali/media/post_attachments/6cd82145-ce2.png)
এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব শিবপ্রসাদ দাস, ২ নং জামনা অঞ্চলের প্রধান ঝুম্পা পাত্র সহ অন্যান্যরা।
/anm-bengali/media/post_attachments/00f94496-436.png)
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)