New Update
/anm-bengali/media/media_files/IHK6WDidJfoaIowZ3aD1.webp)
নিজস্ব সংবাদদাতা : অত্যাচারিত! নিপীড়িত নারী! নির্যাতনের শিকার। দেহের শাড়ি কই? মুখে রক্ত! ভিডিও পোস্ট করে নোয়াখালির ঘটনায় পাত্তা দিতে নারাজ বিজেপি নেতা তথাগত রায়! এক্স হ্যান্ডেলে তার সাফ বার্তা, ''এ তো মহা জ্বালা হল ! কোথায় পুজোর চারদিন একটু জমিয়ে আড্ডা মারব, বিরিয়ানি প্যাঁদাব, মাল-ঝাল খাব, তা না কোথাকার কোন নোয়াখালীতে কোন বাঙালি হিন্দু মার খাচ্ছে তাই নিয়ে হুজ্জোত ! গুলি মারো দাদা, এসবের সময় এখন নয়!''
এ তো মহা জ্বালা হল ! কোথায় পুজোর চারদিন একটু জমিয়ে আড্ডা মারব, বিরিয়ানি প্যাঁদাব, মাল-ঝাল খাব, তা না কোথাকার কোন নোয়াখালীতে কোন বাঙালি হিন্দু মার খাচ্ছে তাই নিয়ে হুজ্জোত ! গুলি মারো দাদা, এsবের sময় এখন নয়! pic.twitter.com/h4DMVspJBF
— Tathagata Roy (@tathagata2) October 21, 2023
/anm-bengali/media/post_attachments/i2Tgrc54IjKp8iclB56J.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us