New Update
/anm-bengali/media/media_files/2024/11/29/K2t4GFeXb1aqe9ngXChs.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে আজ শনিবার চারটি সীমান্তবর্তী রাজ্যে শুরু হচ্ছে কেন্দ্রীয় মহড়া ‘অপারেশন শিল্ড’। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে হবে এই মকড্রিল।
/anm-bengali/media/media_files/2025/04/23/XEoFlf8HPZT0ZENoYPr9.webp)
সাধারণ মানুষের অংশগ্রহণে এই মহড়ার মূল লক্ষ্য, যুদ্ধ পরিস্থিতিতে সুরক্ষা ও প্রস্তুতির খতিয়ান নেওয়া। কোথায় আশ্রয় নেওয়া হবে, কীভাবে দ্রুত সাড়া দেবে নিরাপত্তা বাহিনী—সবকিছুই পরীক্ষা করা হবে। কেন্দ্র জানিয়েছে, আগেভাগেই মানুষকে জানিয়ে এই মহড়া চালানো হবে, যাতে আতঙ্ক না ছড়ায়। বিশ্লেষকদের মতে, এই মহড়া ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির কৌশলগত বার্তা বহন করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us