নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ এখন চোরের রাজ্যে পরিণত হয়েছে। নানা দুর্নীতির শীর্ষবিন্দু হয়ে উঠেছে বাংলা। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় একাধিক নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছে। এবার বিজেপির নেতা সুকান্ত মজুমদার এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ' প্রত্যেক ঘন্টায় পশ্চিমবঙ্গে একটা করে চোর ধরা পড়ছে !! দিদিমণির সদ্য গ্রেপ্তার হওয়া মন্ত্রিমশাই শ্রীযুক্ত বালু বাবু তো বলেই দিয়েছেন যে দিদি সব জানেন, উনিই সব জানেন !! উনিও জানেন ওনার ভাইপো ও জানেন সবটাই!! '
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
প্রত্যেক ঘন্টায় একটা করে চোর ধরা পড়ছে, মন্তব্য করলেন সুকান্ত
সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ এখন চোরের রাজ্যে পরিণত হয়েছে। নানা দুর্নীতির শীর্ষবিন্দু হয়ে উঠেছে বাংলা। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় একাধিক নেতা মন্ত্রীদের নাম উঠে এসেছে। এবার বিজেপির নেতা সুকান্ত মজুমদার এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ' প্রত্যেক ঘন্টায় পশ্চিমবঙ্গে একটা করে চোর ধরা পড়ছে !! দিদিমণির সদ্য গ্রেপ্তার হওয়া মন্ত্রিমশাই শ্রীযুক্ত বালু বাবু তো বলেই দিয়েছেন যে দিদি সব জানেন, উনিই সব জানেন !! উনিও জানেন ওনার ভাইপো ও জানেন সবটাই!! '