গ্রেফতার সন্দীপ, কপাল পুড়ল ছাত্রনেতার!বড় সিদ্ধান্ত মেদিনীপুর মেডিকেলের

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
kkm

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার সন্ধ্যায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা তাঁকে এদিন গ্রেফতার করে। আর এদিনই মেদিনীপুর মেডিকেলের এক ছাত্রনেতা, যিনি সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত, তাঁকে টার্মিনেট করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান মল্লিক নামে ওই ছাত্র নেতার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন চলছিল মেডিকেল কলেজে। অবশেষে সোমবার রাতে তাঁকে টার্মিনেট করা হল বলে জানান মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ মৌসুমি নন্দী। তিনি জানান, এদিন তাঁদের কাউন্সিলের রেজোলিউশন পাশ হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, মুস্তাফিজুর আর মেডিকেল কলেজের ভিতর প্রবেশ করতে পারবেন না।