ভয়ানক গতির বলি এবার পুলিশ, কবে ফিরবে হুঁশ?

রাস্তায় দাঁড়ানোই যেন কাল হল, এবার গতির বলি হল খোদ পুলিশ। দ্রুত গতিতে ধেয়ে আসা অডি কারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী সহ দুজনের। ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
police acc.jpg

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ এবার গতির বলি হল খোদ পুলিশ।  জানা গিয়েছে, দ্রুতগতিতেধেয়ে আসাঅডিকারেরধাক্কায়মৃত্যুহলএকপুলিশকর্মীসহদুজনের। এছাড়া আহত হয়েছেনপ্রায়চারজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতরহওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজেভর্তি করানো হয়েছে।  

গতকাল শুক্রবাররাতএকটানাগাদখড়্গপুরগ্রামীণেরবেনাপুররেলগেটেরকাছেএইমর্মান্তিকদুর্ঘটনায়আরও৪ জনজখমহয়েছেন।দিনদুর্ঘটনায়মৃত্যুহয়েছেখড়্গপুরগ্রামীণথানারঅ্যাসিস্ট্যান্টসাবইন্সপেক্টররামানন্দদে (৪৫) নামেওইপুলিশআধিকারিকের।তাঁরবাড়িবাঁকুড়ারতালডাংড়ায়।এছাড়াওদুর্ঘটনায়প্রাণগিয়েছেশেখজাহাঙ্গীরখান (৩৫) নামেদুর্ঘটনাগ্রস্তগাড়িরএকসওয়ারির।পেশায়ডেকোরেটরব্যবসায়ীজাহাঙ্গীরখড়্গপুরশহরেরপাঁচবেড়িয়ারবাসিন্দা।জাহাঙ্গীরেরসঙ্গীওইগাড়িরসওয়ারিইন্দারঅভিষেকশ্রীবাস্তব, সুজিতরায়, ঝাপেটাপুরেরপ্রদীপদাসপুরাতনবাজারেরচন্দনকুমারদাসঘটনায়গুরুতরজখমহয়েছে।

জখমমৃতদেরউদ্ধারকরেখড়্গপুরমহকুমাহাসপাতালেপাঠানোহয়েছে।স্থানীয়পুলিশসূত্রেজানাগিয়েছে, রাতেবেনাপুররেলগেটেরকাছেটহলরতপুলিশেরভ্যানথেকেনেমেওড়িশাট্রাঙ্করোডেদাঁড়িয়েছিলেনকর্তব্যরতরামানন্দদে৷ তাঁর সঙ্গেগাড়িতেছিলেনঅন্যপুলিশ কর্মীরা।সেইসময়খড়্গপুরঅভিমুখেথাকাএকটিগাড়িদ্রুত গতিতেএসেরাস্তায়দাঁড়িয়েথাকাওইপুলিশআধিকারিককেধাক্কামারে।এরপরে গাড়ির এহেন অতর্কিত ধাক্কায় ছিটকে রাস্তার আরেক প্রান্তে চলেযানরামানন্দ।এরপরেইগাড়িটিরেলগেটেরসিগন্যালপোস্টেধাক্কামেরেবাঁ-দিকেথাকাএকটিঝুপড়িচা-দোকানেঢুকেযায়।

এদিন ভয়ঙ্করএইদুর্ঘটনারসাক্ষীথাকেন অন্যান্য পুলিশ কর্মীরা। এরপর তাঁরাদ্রুতছুটেএসেরামানন্দকেউদ্ধারকরেহাসপাতালেপাঠায়।এরপরেদুমড়ে-মুচড়েযাওয়াগাড়িথেকেজখমদেরবেরকরতেচলেউদ্ধারকাজ।এহেন দৃশ্য দেখে ছুটেআসেনস্থানীয়বাসিন্দারা।স্থানীয়দেরসহযোগিতায়একে-একেগাড়িথেকেপাঁচজনকেউদ্ধারকরেহাসপাতালেপাঠানোহয়।সেখানেইরামানন্দজাহাঙ্গীরকেমৃতবলেঘোষণাকরেন কর্ত্যরতচিকিৎসক।জানাগিয়েছে, মকরামপুরেরএকটিধাবায়খাওয়া দাওয়াকরেগাড়িতেকরে ফিরছিলেনজাহাঙ্গীরতাঁরসঙ্গীরা।যদিও আর তাঁদের বাড়ি ফেরা হল না। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদেহগুলিআপাততখড়্গপুরমহকুমাহাসপাতালেরমর্গেপাঠানোহচ্ছে।