/anm-bengali/media/media_files/1yAaA3QCiSZPWpmMnT1d.jpg)
নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ এবার গতির বলি হল খোদ পুলিশ। জানা গিয়েছে, দ্রুতগতিতেধেয়ে আসাঅডিকারেরধাক্কায়মৃত্যুহলএকপুলিশকর্মীসহদুজনের। এছাড়া আহত হয়েছেনপ্রায়চারজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতরহওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজেভর্তি করানো হয়েছে।
গতকাল শুক্রবাররাতএকটানাগাদখড়্গপুরগ্রামীণেরবেনাপুররেলগেটেরকাছেএইমর্মান্তিকদুর্ঘটনায়আরও৪ জনজখমহয়েছেন।এদিনদুর্ঘটনায়মৃত্যুহয়েছেখড়্গপুরগ্রামীণথানারঅ্যাসিস্ট্যান্টসাবইন্সপেক্টররামানন্দদে (৪৫) নামেওইপুলিশআধিকারিকের।তাঁরবাড়িবাঁকুড়ারতালডাংড়ায়।এছাড়াওদুর্ঘটনায়প্রাণগিয়েছেশেখজাহাঙ্গীরখান (৩৫) নামেদুর্ঘটনাগ্রস্তগাড়িরএকসওয়ারির।পেশায়ডেকোরেটরব্যবসায়ীজাহাঙ্গীরখড়্গপুরশহরেরপাঁচবেড়িয়ারবাসিন্দা।জাহাঙ্গীরেরসঙ্গীওইগাড়িরসওয়ারিইন্দারঅভিষেকশ্রীবাস্তব, সুজিতরায়, ঝাপেটাপুরেরপ্রদীপদাসওপুরাতনবাজারেরচন্দনকুমারদাসঘটনায়গুরুতরজখমহয়েছে।
জখমওমৃতদেরউদ্ধারকরেখড়্গপুরমহকুমাহাসপাতালেপাঠানোহয়েছে।স্থানীয়ওপুলিশসূত্রেজানাগিয়েছে, রাতেবেনাপুররেলগেটেরকাছেটহলরতপুলিশেরভ্যানথেকেনেমেওড়িশাট্রাঙ্করোডেদাঁড়িয়েছিলেনকর্তব্যরতরামানন্দদে৷ তাঁর সঙ্গেগাড়িতেছিলেনঅন্যপুলিশ কর্মীরা।সেইসময়খড়্গপুরঅভিমুখেথাকাএকটিগাড়িদ্রুত গতিতেএসেরাস্তায়দাঁড়িয়েথাকাওইপুলিশআধিকারিককেধাক্কামারে।এরপরে গাড়ির এহেন অতর্কিত ধাক্কায় ছিটকে রাস্তার আরেক প্রান্তে চলেযানরামানন্দ।এরপরেইগাড়িটিরেলগেটেরসিগন্যালপোস্টেধাক্কামেরেবাঁ-দিকেথাকাএকটিঝুপড়িচা-দোকানেঢুকেযায়।
এদিন ভয়ঙ্করএইদুর্ঘটনারসাক্ষীথাকেন অন্যান্য পুলিশ কর্মীরা। এরপর তাঁরাদ্রুতছুটেএসেরামানন্দকেউদ্ধারকরেহাসপাতালেপাঠায়।এরপরেদুমড়ে-মুচড়েযাওয়াগাড়িথেকেজখমদেরবেরকরতেচলেউদ্ধারকাজ।এহেন দৃশ্য দেখে ছুটেআসেনস্থানীয়বাসিন্দারা।স্থানীয়দেরসহযোগিতায়একে-একেগাড়িথেকেপাঁচজনকেউদ্ধারকরেহাসপাতালেপাঠানোহয়।সেখানেইরামানন্দওজাহাঙ্গীরকেমৃতবলেঘোষণাকরেন কর্ত্যরতচিকিৎসক।জানাগিয়েছে, মকরামপুরেরএকটিধাবায়খাওয়া দাওয়াকরেগাড়িতেকরে ফিরছিলেনজাহাঙ্গীরওতাঁরসঙ্গীরা।যদিও আর তাঁদের বাড়ি ফেরা হল না। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদেহগুলিআপাততখড়্গপুরমহকুমাহাসপাতালেরমর্গেপাঠানোহচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us