বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে বাড়ল মৃতের সংখ্যা, বাড়ি ফেরা হল না সুধীরের

গত বুধবার বর্ধমান স্টেশন চত্বরে ১৭৪ বছরের পুরনো লোহার ট্যাঙ্কের দু'দিকের চাদর ভেঙে পড়ে প্ল্যাটফর্মের ছাউনির উপরে।

author-image
SWETA MITRA
New Update
burdwan.jpg

নিজস্ব সংবাদদাতাঃবর্ধমানস্টেশনে (Burdwan Station)জলেরট্যাঙ্কভেঙেপড়েসম্প্রতি।এই ঘটনায় আহত হয়েছিলেন বহু মানুষ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ৩ জন মানুষের। যদিও আজ এদিকেএইঘটনায়আরওবাড়লমৃতেরসংখ্যা।বর্ধমানমেডিকেলকলেজেমৃত্যুহলএকব্যক্তির। মৃতের নাম সুধীর সূত্রধর। তিনি মেমারির বাসিন্দা ছিলেন বলে খবর।