পাচার করার আগে পুলিশ ধরল, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র

কোথায় পেল তাকে পুলিশ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-15 at 4.59.08 PM

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার একটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র।   

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম রবিউল সেখ (৩৭), বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ফরাক্কার জয়রামপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রবিউল সেখকে সোমবার ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত রবিউলের আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল। কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় ঘুরছিল, কোথা থেকে নিয়ে এসেছিল আগ্নেয়াস্ত্র এবং কাকে বিক্রি করত তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

Screenshot 2025-09-15 162642