ব্রেকিং: তৃণমূলের বিজয় উল্লাস, বোমা, হল বালিকার মৃত্যু!

ভয়ানক ঘটনা ঘটল বাংলায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কালীগঞ্জ উপনির্বাচনে ভোটগণনার দিন বোমা-সন্ত্রাস। মোলান্ডিতে বোমার বলি এক নাবালিকা। 

জানা গেছে, ভোটগণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল হয়। সেই বিজয় মিছিল থেকে বোমা ছোঁড়ার অভিযোগ। বিস্ফোরণে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর ছাত্রীর। অভিযোগ, সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়।

bombblast-sixteen_nine-sixteen_nine-sixteen_nine
ফাইল চিত্র