New Update
/anm-bengali/media/media_files/GrNVseHLFDW6kUSKgbU9.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃলোকসভা ভোটের আগে ময়দানে নেমে গিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। জমি শক্ত করতে মরিয়া শাসক-বিরোধী সকলে। বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট এক রাজনৈতিক দল থেকে অন্য দলে যোগদান চলতেই থাকে। লোকসভা নির্বাচনের আগে জানা গেল এল একই খবর। গত পঞ্চায়েত ভোটে সিপিএম-এর জয়ী সদস্য যোগ দিলেন তৃণমূলে। এবারের ঘটনাস্থল সামশেরগঞ্জের চাঁচন্ড। বৃহস্পতিবার সকালে সিপিএম ছেড়ে তৃণমূলে যান সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের যাদবনগর গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেরিনা বিবি। এদিন, তাঁর স্বামী হাবিল শেখও তৃণমূলে যোগ দেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম।
যোগদানের পর মেরিনা বিবি বলেন, 'আমি দলের নেতৃত্বর সঙ্গে কাজ করতে পারছিলাম না। তাই মানুষের স্বার্থে তৃণমূলে যোগদান করেছি।'
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us