নিজস্ব সংবাদদাতা: পুকুর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সিতারামপুর গ্রামের।
/anm-bengali/media/post_attachments/182ad1d4-607.png)
পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম জয়হরি সবর (৪২)। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় থানার তারকিলতা গ্রামের বাসিন্দা। চন্দ্রকোনার সিতারামপুরে ধান কাটার কাজে এসেছিল সে। দুই দিন ধরে নিখোঁজ ছিল সে। আজ ভোর নাগাদ সিতারামপুর গ্রামের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই সঠিক মৃত্যুর কারণ জানা যাবে। মৃতের পরিবারে খবর দেওয়া হয়েছে।