New Update
/anm-bengali/media/media_files/1000061382.jpg)
রাহুল তিওয়ারি,আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত রক্তা এলাকার ঘটনা। গত বুধবার গভীর রাতে ওই এলাকায় বাড়ি লোকের অনুপস্থিতে দীনু গোপ নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে এক আদিবাসী মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এই ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ সাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে দীনু গোপের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা যায়।এই ঘটনায় পুলিশ দীনু গোপকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্ত দীনু গোপ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/23/capture-2025-10-23-21-49-00.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us