নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি। আহত হয়েছেন একজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের উপর খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল একটি কন্টেইনার। প্রাইভেট গাড়িটিও খড়গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে কন্টেইনারের পিছনে ধাক্কা মারে প্রাইভেট গাড়িটি। গাড়িটি চালাচ্ছিলেন গাড়ির মালিক নিজেই। গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৫:১৫ নাগাদ। দুর্ঘটনার পরই কনটেনারটি নিয়ে চালক পালিয়ে গেছে।