মকর সংক্রান্তি উপলক্ষ্যে ভোর থেকে ঘাটে ঘাটে পুণ্যার্থীদের ভিড়

গঙ্গা মেলা উপলক্ষে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো, বেতের তৈরী জিনিস, লোহার তৈরি নানান যন্ত্রপাতি নিয়ে বসেছে বিক্রেতারা।

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঘাটালে শিলাবতী নদীতে মকর স্নানে উপচে পড়া ভিড় পূর্ণার্থীদের। তাদের সাথে টুসু ঠাকুর নিয়েও ভিড় জমিয়েছে কচিকাঁচারাও। প্রতিবছর মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘাটালের শিলাবতী নদীর পাড়ে বসে গঙ্গা মেলা।পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ঘাটালে শিলাবতী নদীতে মকর স্নানে আসেন বহু পুণ্যার্থী।

ঘাটাল পৌরসভার কর্মচারীদের উদ্যোগে গঙ্গা পুজো উপলক্ষ্যে এই মেলা খুব প্রাচীন। গঙ্গা মেলা উপলক্ষে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো, বেতের তৈরী জিনিস, লোহার তৈরি নানান যন্ত্রপাতি নিয়ে বসেছে বিক্রেতারা। এবছর বিক্রেতা ও ক্রেতার সংখ্যা বেশ ভালোই।