/anm-bengali/media/media_files/KDrUE8F9oQdwereVir5Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পুনে গণধর্ষণ নিয়ে শিবসেনা (ইউবিটি)- র মুখপাত্র আনন্দ দুবে বলেন, "মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলার দিকে কোনও নজর দিচ্ছেন না। গতকাল গভীর রাতে পুনের কোন্ডোয়া থেকে যে ঘটনাটি সামনে এসেছে তা হল ২১ বছরের এক তরুণীকে ৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গণধর্ষণ করেছে। অর্থাৎ অপরাধীদের আইনের ভয় নেই। সরকার অসতর্ক, সরকারের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার নবরাত্রির পবিত্র উৎসবে।"
#WATCH | On Pune gang rape, Shiv Sena (UBT) spokesperson Anand Dubey says, "In Maharashtra, the law and order situation has collapsed because the HM and CM are not paying any attention to law and order. The incident that has just come from Kondwa in Pune late last night is that a… pic.twitter.com/2yoCIq6Qfy
— ANI (@ANI) October 4, 2024
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর পুনের বোপদেব ঘাট এলাকায় ২১ বছরের এক তরুণী ও তাঁর বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। ৪ অক্টোবর ভোর ৫টা নাগাদ কোন্ধওয়া থানার আওতাধীন গণধর্ষণের ঘটনা পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে ঘাট এলাকায় বেড়াতে গেলে রাত ১১টা নাগাদ তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে।
কোন্ধওয়া পুলিশ সূত্রে খবর, এক পুরুষ বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন ওই মহিলা। কোন্ধওয়া পুলিশের আর এক আধিকারিক জানিয়েছেন, নির্জন জায়গায় ওই মহিলার পুরুষ বন্ধুকেও মারধর করে ওই তিনজন। পুনে পুলিশের যুগ্ম কমিশনার রঞ্জন কুমার শর্মা গণধর্ষণের পিছনে জড়িতদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা শাখার দশটি দল গঠন করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us