/anm-bengali/media/media_files/AWViIFS9m6cdHhOvf7Hl.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ নওয়াদার ঘটনা নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "তিনি (জিতনরাম মাঝি) এবং তাঁর ছেলে আরএসএসের স্কুলে পড়েছেন। বিজেপি ও আরএসএস তাঁকে যা দিয়েছে, তা তিনি কোনও বিবৃতি দেওয়ার জন্য পাঠ করেন। কারা আছে সরকারে? তারা কেন্দ্র ও রাজ্যে দুই সরকারেই আছে, তাদের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা তাদের শীর্ষে রেখেছে?"
#WATCH | Delhi | On Nawada incident, former deputy CM, Bihar & RJD leader Tejashwi Yadav says, "...He (Jitan Ram Manjhi) and his son have studied in RSS's school. What BJP and RSS gave to him, he reads that to make any statement. Who is in govt? They are in the govt both at the… pic.twitter.com/rlaIezrqif
— ANI (@ANI) September 19, 2024
/anm-bengali/media/media_files/Ot3NDdctsAl8suVEmmNc.jpg)
প্রসঙ্গত, জমি নিয়ে বিবাদের জেরে বিহারের নওয়াদা জেলার একটি দলিত বসতিতে ২০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে যে প্রধান সন্দেহভাজন সহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও আরজেডি এবং কংগ্রেস এই ঘটনাটিকে বিহারের 'জঙ্গলরাজ' এর আরও একটি প্রমাণ বলে অভিহিত করেছে। বুধবার রাতের ওই ঘটনায় প্রাথমিকভাবে ৮০টি বাড়ি পুড়ে গেছে বলে জানা গেলেও পুলিশের পক্ষ থেকে এই সংখ্যা ২১টি বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ড ঠেকাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে পুলিশ সুপার অভিনব ধীমান আকাশপথে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কোনও শেল পায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us