এবার পাকিস্তানের বিরুদ্ধে ফের বড় সিদ্ধান্ত
আমরা সব সময় পাক সেনাবাহিনীর সঙ্গে! কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে উঠল আওয়াজ
রক্তদানে বিডিও- মহৎ বার্তা
পহেলগাঁওয়ে হামলা করেও জঙ্গিরা হেরে গেল! পর্যটকদের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী
যদি কোনও মুসলিম মনে করেন ভারতে অবিচার হচ্ছে, পাকিস্তানে গিয়ে থাকতে পারেন! এবার গর্জে উঠলেন শিবসেনা নেতা
পাকিস্তানী পতাকা ইস্যুতে পশ্চিমবঙ্গ পুলিশের বিরোধিতায় তরুণজ্যোতি
সীমান্তপারের লড়াই অব্যাহত থাকবে! অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে পাশে বসিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদী
ভারতের ভয়ে নাজেহাল পাকিস্তান! আন্তর্জাতিক সীমান্তের বাঙ্কার ফাঁকা করছে পাক সেনারা
ভারতে প্রবেশ করতে পারবে না পাকিস্তানের পতাকা! নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার

রাজ্যে ২১টি বাড়িতে আগুন-দোষী বিজেপি! বড় তথ্য ফাঁস তেজস্বীর

নওয়াদার ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।

author-image
Aniruddha Chakraborty
New Update
1010793-nitish-kumar-tejashwi-yadav

file pic

নিজস্ব সংবাদদাতাঃ নওয়াদার ঘটনা নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "তিনি (জিতনরাম মাঝি) এবং তাঁর ছেলে আরএসএসের স্কুলে পড়েছেন। বিজেপি ও আরএসএস তাঁকে যা দিয়েছে, তা তিনি কোনও বিবৃতি দেওয়ার জন্য পাঠ করেন। কারা আছে সরকারে? তারা কেন্দ্র ও রাজ্যে দুই সরকারেই আছে, তাদের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা তাদের শীর্ষে রেখেছে?" 

ম।,

প্রসঙ্গত, জমি নিয়ে বিবাদের জেরে বিহারের নওয়াদা জেলার একটি দলিত বসতিতে ২০টিরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে যে প্রধান সন্দেহভাজন সহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও আরজেডি এবং কংগ্রেস এই ঘটনাটিকে বিহারের 'জঙ্গলরাজ' এর আরও একটি প্রমাণ বলে অভিহিত করেছে। বুধবার রাতের ওই ঘটনায় প্রাথমিকভাবে ৮০টি বাড়ি পুড়ে গেছে বলে জানা গেলেও পুলিশের পক্ষ থেকে এই সংখ্যা ২১টি বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ড ঠেকাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে পুলিশ সুপার অভিনব ধীমান আকাশপথে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কোনও শেল পায়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।