Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/z4OPvC0girHgbjlUhpos.jpg)
নিজস্ব সংবাদদাতা : পুলিশি অভিযানে ভেস্তে গেল ডাকাতির ছক। গ্রেফতার ৫। বারুইপুর থানার একটি বিশেষ দল মল্লিকপুর গণিমা সাইটে অভিযান চালিয়ে ৫ দুষ্কৃতীকে ধরেছে যাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে।এসআই সুকুমার রুইদাস, এসআই রনি সরকারের নেতৃত্বে এল সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হওয়া দুষ্কৃতীর দলকে ছত্রভঙ্গ করে পুলিশ। তাদের কাছ থেকে গোলাবারুদ, পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us