/anm-bengali/media/media_files/2025/12/11/screenshot-2025-12-11-183653-2025-12-11-18-37-15.png)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: এবার আবাসনের দরজা ভেঙে উদ্ধার বৃদ্ধের দেহ। চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মনিকোঠার একটি আবাসনে একাই থাকতেন বছর ৭৫ এর বৃদ্ধ অমল চক্রবর্তী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তার স্ত্রী প্রয়াত হয়েছে কয়েক বছর আগে। নিঃসন্তান ছিলেন বৃদ্ধ। তার কয়েকজন আত্মীয় চুঁচুড়াতেই থাকেন।
প্রতিদিনের মতো আজ সকালেও নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা। অন্যান্য দিন বেল বাজালে অমল বাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরও কোনো সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন এবং ঘটনাটি জানান। প্রতিবেশীরাও একাধিকবার ডাকাডাকি করার পরেও বৃদ্ধের কোনও সারা শব্দ পাননি। অবশেষে তাঁরা পুলিশকে খবর দেন। অমল বাবুর একমাত্র ভাইপোকেও ফোন করে পুরো ঘটনার কথা জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে বৃদ্ধ বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পুলিশের সহায়তায় তৎক্ষণাৎ তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে মৃত্যু হল তা জানতে দেহের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/11/screenshot-2025-12-11-183631-2025-12-11-18-37-30.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us