New Update
/anm-bengali/media/media_files/XGVQ8QReqEvsTuVS2ide.jpg)
ওসি গৌতম মাইতি ও পিংলা থানার ওসি প্রশান্ত কীর্তনিয়া
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : আজ পবিত্র ঈদ। আর এই পবিত্র ঈদের দিনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে ডেবরা ও পিংলা ব্লকের অন্তগর্ত মসজিদ গুলিতে ফুল ও মিস্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ডেবরা এসডিপিও গোবিন্দ সিকদার ও ডেবরা থানার ওসি গৌতম মাইতি ও পিংলা থানার ওসি প্রশান্ত কীর্তনিয়া। নিজেদের থানা এলাকায় শুভেচ্ছা বিনিময়য় করলেন পুলিশ আধিকারিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us