New Update
/anm-bengali/media/media_files/2025/09/29/whatsapp-image-2025-09-29-2025-09-29-12-18-33.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের সত্যপুর সমাজকল্যান সংঘের এ বছরের দুর্গাপুজো চতুর্থ বর্ষে পদার্পণ করল। ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের এই পুজোর উদ্বোধন করলেন ডেবরা থানার ওসি প্রনয় রায়, ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা সংগঠনের কর্নধার চন্দন বেরা সহ অনান্যরা। মণ্ডপ এবং প্রতিমায় সাবেকিয়ানা বজায় রাখা হয়েছে। এ বছরের বাজেট ৩ লক্ষ টাকা। পুজোর কটা দিন আনন্দে কাটায় এই এলাকার মানুষজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/29/whatsapp-image-2025-09-29-2025-09-29-12-18-52.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us