/anm-bengali/media/media_files/2025/06/03/H9kyo1TkLyowlkrB25gv.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্বাস্থ্যকর্মীর। মৃতের নাম অর্পিতা দাস (২১)। তিনি পূর্ব মেদিনীপুরের মাধাখালি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার কালীবাগিচায় ১৬ নং জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। তারাই অর্পিতাকে উদ্ধার করে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে খবর, অর্পিতা বেলদার কালীবাগিচা এলাকার এক নার্সিংহোমের নার্স ছিলেন। নাইট ডিউটি করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। জাতীয় সড়কে রাস্তা পেরনোর সময় একটি বড় গাড়ি তাঁকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে যান অর্পিতা। তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ওই গাড়িটি। বেলদা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে খড়গপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকেই গাড়িসহ নিখোঁজ ওই গাড়ির চালক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অর্পিতার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/06/03/CntrQsc2rzkRX3qbpMbg.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us