নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামনা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁতই এলাকায় বাঁদরের আতঙ্ক। বাঁদরের কামড়ে আহতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। এর মধ্যে বেশি আক্রান্ত হয়েছে মহিলা ও স্কুল পড়ুয়ারা। এছাড়াও রয়েছে ৭০ বছরের এক বৃদ্ধা। গতকালই আবার আক্রান্ত হয়েছে ১ ছাত্রী। এলাকার মানুষের অভিযোগ, গত ১ বছর ধরে বাঁদরটি এলাকায় ছিল। হঠাৎ গত ৩ মাস ধরে মানুষ দেখলেই কামড়াতে ছুটছে। তার সাথে রয়েছে হনুমানের দল। প্রচন্ড গতিতে আক্রমণ করে ওই বাঁদর। ৭০ বছরের এক বৃদ্ধাকে পায়ে কামড় দিয়ে হাড় বের করে দিয়েছে বলেও অভিযোগ। এমনকি এলাকার বাচ্চারা খেলা বন্ধ করে দিয়েছে। বনদফতরে জানালে বনদফতর থেকে কর্মীরা এসেও ফিরে যাচ্ছে। তারা নাকি বাঁদরটিকে বাগে আনতে পারছে না। আজ ফের ওই এলাকায় একটি দলের যাওয়ার কথা। কীভাবে বাঁদরটিকে ধরা যায় তার পরিকল্পনা করছেন খড়গপুরের ডিএফও মনীষ যাদব।