'ভ্যাম্পায়ার'-এর পর এবার 'কবি', রাজ্যপালকে আক্রমণ শাসক দলের নেতার

সম্প্রতি রাজ্যপালকে নাম না করে ভ্যাম্পায়ার তকমা দিয়েছিলেন ব্রাত্য বসু।

author-image
SWETA MITRA
New Update
BRATYA CV.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'ভ্যাম্পায়ার'-এর পর এবার রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose)-কে 'কবি' বলে কটাক্ষ করলেন শাসক দলের নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। যিনি কিনা আবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীও বটে। আজ শনিবার ধর্মতলায় দাঁড়িয়ে ব্রাত্য বসু বলেন, 'রাজভবনে কবি বসে আছে। এই কবি কামার বা কুমোরের নয়, এই কবি রাজার। দুটো দর্শনের লড়াই চলছে। একদম কুক্ষিগত করতে চায়। একদম বলতে চাই আমিল চাল্বাজা আমি মুড়ি খাই। একটা সাদা হাতির মতো পদ রাখার কি কোনও যৌক্তিকতা আছে?'