File Picture
নিজস্ব সংবাদদাতা: প্রায় ৩৭ ঘন্টা হতে চললো জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। ঠাঁই একফোঁটা মুখে জল না নিয়ে বসে রয়েছেন ৭ জন চিকিৎসক। যদিও ৭ জনের মধ্যে ডঃ অনিকেত মাহাতো গতকাল রাত ১০টার পর থেকে অনশনে বসেছেন। তবুও তারা যে তাঁদের লক্ষ্যে অবিচল, তা তারা বুঝিয়ে দিচ্ছেন অতি সহজেই।
এই লড়াইয়ে প্রথম থেকে জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন সিনিয়র চিকিৎসকেরা। তাঁদের প্রত্যেকটা স্টেপে সমর্থন জানিয়েছেন সিনিয়রেরা। এমনকি দ্বিতীয় বার ডাকা জুনিয়র চিকিৎসকদের পূর্ণ কর্মবিরতি সিদ্ধান্তে কি সমস্যা হতে পারে তা বুঝিয়ে খানিকটা অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছিলেন তারা। তাই এবার জুনিয়রদের অনশনের সিদ্ধান্তে পাশে দাঁড়ালেন সিনিয়রেরাও।
তারাও আজ ২৪ ঘন্টার হাঙ্গার স্ট্রাইকে বসেছেন। আজ ১০ থেকে ১২ জন সিনিয়র চিকিৎসকেরা একত্রে মিলে জুনিয়রদের সমর্থনে অনশনে বসেছেন। যাতে সরকার জুনিয়রদের এই অনশনের দিকে নজর দেয়, তাই সিনিয়ররা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই ধর্মতলায় জুনিয়রদের অনশন মঞ্চের সামনে আলাদা একটি জায়গা তৈরি করে সিনিয়রেরাও অনশনে বসেছেন।
সিনিয়র চিকিৎসকদের কথায়, এই ছোট ছোট ছেলে মেয়ে গুলো আমরণ অনশনের পথে হাঁটছে। ওরা দীর্ঘ ৩৭ ঘন্টা কিচ্ছু না খেয়ে রয়েছে। ওরা আমাদের ছেলে-মেয়ের মতো। কীভাবে আমাদের গলা দিয়ে খাবার নামবে। তাই ওঁদের জন্যেই আজ সিনিয়র চিকিৎসকেরা অনশনে বসেছে। যাতে সরকারের নজরে আসে।
মূলত, ১০ দফা দাবি পূরণের লক্ষ্যেই জুনিয়র চিকিৎসকদের চলছে এই আমরণ অনশন কর্মসূচী। প্রথম দফায় ৭ জন জুনিয়র ডাক্তার বসেছেন এই অনশনে। তারা অসুস্থ হয়ে পড়লে তারপরই বসবেন বাকিরা। কিন্তু দাবি পূরণ না হলে এই রিলে অনশন চলতেই থাকবে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us