BREAKING: এবার বিজেপিতে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ূন কবির? এল সোজা জবাব

কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Humayun

নিজস্ব সংবাদদাতা: বর্তমান সময়ে বাবরি মসজিদ তৈরি করা কে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক হুমায়ূন কবিরের বক্তব্য নানা মহলে বিতর্কের সৃষ্টি করেছিল। তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হল। ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন এই সিদ্ধান্ত। এরপর নতুন দল তৈরি করার ঘোষণা করেছেন এই বিধায়ক। আগামীকাল ইস্তফা দিয়ে ২২ তারিখ নতুন দলের ঘোষণা করবেন। 

তবে বিজেপিতে কি যোগ দিচ্ছেন হুমায়ূন? এই প্রশ্ন উঠতেই খোলাখুলি জবাব দিয়ে তা পরিষ্কার করে দিলেন। হুমায়ূন বলেন, "তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই লড়াই করব। কারুর হয়ে কাজ করছি না। আগামী বিধানসভা ভোটে ১৩৫ আসনে লড়ব। কার সঙ্গে লড়ব, কিভাবে লড়ব সময় কথা বলবে"।

bjp flag