/anm-bengali/media/media_files/E11Rikj9LAyzx53Z8Qna.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ক্যালেন্ডারে শরৎকাল হলেও বর্ষা এখনও বিদায় নিচ্ছে না। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দেশজুড়ে এখনও চলেছে বৃষ্টির দাপট। এর জেরে একাধিক রাজ্যে জনজীবন বিপর্যস্ত। গত সপ্তাহেই উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। দার্জিলিং, মিরিক-সহ পাহাড়ি অঞ্চলে ধস ও বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের আকাশ থেকে আপাতত কেটে গিয়েছে দুর্যোগের মেঘ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি ভিন্ন। আজ, সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন আর্দ্রতা ৮৬ শতাংশ। দিনের বেশিরভাগ সময়ই আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়বে অস্বস্তি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/1687564120_new-project-8-2025-10-06-10-49-54.jpg)
আজ সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি তীব্র হতে পারে। বুধবারও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে, তবে বিচ্ছিন্ন জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। শুক্রবার আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অতএব, উত্তরবঙ্গের মানুষ আপাতত দুর্যোগ থেকে মুক্ত হলেও দক্ষিণবঙ্গকে এখনও কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মোকাবিলা করতেই হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us